

ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন আর নেই। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন।
সংবাদ মাধ্যমকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে আশরাফুল জানান, গত ১১ সেপ্টেম্বর থেকে তার বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়।
সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে তাকে শক দেয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত সোয় ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছুদিন নিষিদ্ধ ছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এ বছরই মাঠে নামতে পারছেন বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক।
গত ৫ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা হন টেস্ট ক্রিকেটের অভিষেকে সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।