রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
‘দুই-এক দিনেই পাচ্ছি রিজার্ভ চুরির দেড় কোটি ডলার’
প্রকাশিত - সেপ্টেম্বর ২০, ২০১৬ ৫:৫৬ পিএম
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ‘দুই-এক দিনের মধ্যে’ ফিরিয়ে আনা যাবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এটা বোধহয় আমরা পেয়ে গেছি, অথবা আজকে-কালকের মধ্যেই পাচ্ছি।
রিজার্ভ থেকে চুরি যাওয়ার অর্থের মধ্যে কতটুকু এখন ব্যাংকিং চ্যানেলে আছে- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘সেটা তো আমরা বলতে পারব না।’
গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক ফেড থেকে বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে ফিলিপিন্সের একটি ব্যাংকে নেয়া হয়।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.