নাম ইয়াসমিন বান (৩৮)। বিয়ে করাই তার পেশা অথবা নেশা। এরইমধ্যে ওই নারীর আটটি বিয়ের খবর পাওয়া গেছে। ঘটনাটি ভারতের পূর্ব ব্যাঙ্গালুুরুর কেজি হাল্লি এলাকার। এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি ইয়াসমিন বানুর বিরুদ্ধে তার এক স্বামী ইমরান থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করতে আসলে বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশের কাছে দেওয়া অভিযোগে তিনি বলেছেন, তার স্ত্রীর আরও ৭ জন স্বামী আছে। ইয়াসমিন বানু তার ওপর নির্যাতন করেন।
ইমরানের দাবি- তার স্ত্রী ইয়াসমিন স্বভাবজাত একজন প্রতারক। এরই মধ্যে এগিয়ে এসেছেন দুই পুরুষ সোয়েব ও আফজাল। তারা দাবি করছেন, তাদেরকে বিয়ে করেছেন ইয়াসমিন। এর মধ্যে আফজাল একজন রিয়েল এস্টেট এজেন্ট। তিনি পুলিশের কাছে একটি বক্তব্য দিয়েছেন। তাতে বলেছেন, বিয়ের পর একপর্যায়ে ইয়াসমিন তার কাছে বিপুল পরিমাণ অর্থ চান। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানানোয় ইয়াসমিন তাকে ছেড়ে চলে যান।
পুলিশ জানিয়েছে, অভিযোগ যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।