সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
বেনাপোলে ইয়াবাসহ নারী আটক
প্রকাশিত - সেপ্টেম্বর ২১, ২০১৬ ১১:৩৫ এএম
বেনাপোলে ৮০০ পিস ইয়াবাসহ রেখা বেগম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোর ৬টার দিকে পৌরসভার দিঘিরপাড় গ্রাম থেকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
তিনি মাদক-অস্ত্রসহ একাধিক মামলার চিহ্নিত আসামি আসাদুলের স্ত্রী।
বিজিবি জানায়, বেনাপোলে দিঘিরপাড় গ্রামে মাদক ব্যবসায়ী আসাদুলের বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা ওই বাড়ির একটি ঘর থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করে।
বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়াফি জানান, মাদক ব্যবসার অভিযোগে রেখাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.