খোদ সমালোচক তাদের আদুরে নামে ডাকেন, ‘ব্র্যাঞ্জোলিনা’। ভক্তরা তো বটেই হলিউডের অনেক নামি-দামি তারকারা আপ্লুত হন তাদের ভালোবাসার ‘রূপকথায়’। তবে কথা এবার একটু ভারী হয়ে যাবে সবার জন্য। বিবিসির বরাতে এলো হৃদয়ভাঙা এক খবর। আর এক থাকছেন হলিউডের স্মরণকালের সবচেয়ে আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জোলিনা জোলি।
সোমবার পিটকে তালাকের আইনি নোটিশ পাঠিয়েছেন জোলি। বিষয়টি নিশ্চিত করেছেন জোলির আইনজীবী। বিবিসির খবরে বলা হয়েছে, জোলি ও ব্র্যাডের সম্পর্ক আর আগের মতো নেই। বরং এখন তাদের অবস্থান বন্ধুত্বের জায়গায় ভয়ঙ্কর রূপ নিয়েছে। আইনি কাগজে বলা হয়েছে, দুই জনের মধ্যে সমঝোতার অযোগ্য পার্থক্য থাকায় তিনি বিচ্ছেদ চাইছেন।
জোলির আইনজীবী রবার্ট জানান, সোমবার জোলি বিবাহভঙ্গের সিদ্ধান্ত আদালতকে জানিয়েছেন। পরিবারের মঙ্গলের জন্যই তিনি এমন সিদ্ধান্তে এসেছেন। আর পারিবারিক কারণে বিষয়টি নিয়ে সরাসরি কোনও কথা বলতে চাননি জোলি।
২০০৫-১৬ এক দশকের বেশি সময়ের আলোচিত এ জুটি। ব্র্যাড ও জোলি ২০০৫ সালে ‘মি. অ্যান্ড মিসেস. স্মিথ’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন। তখনই তাদের প্রেমের শুরু। এরপর প্রকাশ্যে তাদের পাওয়া গেছে। এমনকি প্রথমদিকে অস্বীকার করলেও পরে রাখঢাক না রেখেই তাদের সম্পর্কের বয়ান দিয়েছেন জোলি-পিট।
২০০৫ সাল থেকে তারা একসঙ্গে বসবাস করেছেন। সাত বছর পর ২০১২তে তারা তাদের বাগদানের কথা ঘোষণা করেন। ২৩ আগস্ট, ২০১৪তে বিয়ে করেন হলিউডের সবচেয়ে প্রভাশালী এ তারকা জুটি। ৫২ বছরের পিট ও ৪১ বছর বয়সী জোলির সংসারে তিন দত্তকসহ ছয় সন্তান রয়েছে। তাদের বিষয়টিও বিবেচনা করার জন্য আদালতের কাছে অনুরোধ করেছেন জোলি।