‘জামায়াতকে ত্যাগ ষড়যন্ত্রের নতুন কৌশল’
প্রকাশ: ২০১৫-১০-২৩ ১৫:৩০:৪১
‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে জামায়াতকে বাদ দেওয়া ষড়যন্ত্রের নতুন কৌশল’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কামরুল ইসলাম বলেন, ‘তারা কিন্তু এখনো ষড়যন্ত্র করছে। আজ পত্র-পত্রিকায় দেখলাম, বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ করতে যাচ্ছে। এ রকম একটা খবর আজ বের হয়েছে। আমি বিশ্বাস করি না যে, তারা শেষ পর্যন্ত জামায়াতকে ত্যাগ করবে। যদি তারা ত্যাগ করেও তাহলে সেটা হবে নতুন কৌশল।’
‘বিএনপির ষড়যন্ত্রের নতুন কৌশল হবে জামায়াতকে ত্যাগ করা’ যোগ করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা যে কোনো ধরনের নাশকতার জন্য তৎপর আছে। তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো নিরাপদ নন। শেখ হাসিনার সকল অর্জন ম্লান করার জন্য বিদেশীদের হত্যা করা হয়েছে। আর তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’
বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সৈনিক লীগ উত্তরের সভাপতি এ কে এম মজিবর রহমান প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস