শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে সংহতি পোষণ করে সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন।তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।
পরবর্তীতে দুপুর ১২টা নাগাদ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে অবস্থান করেন। এ সময় প্রায় ২০ হাজার শিক্ষার্থীর সমাগম লক্ষ্য করা যায়। যার ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিসেবার বাহনগুলো চালু রয়েছে।
আন্দোলনে শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি, স্বৈরাচার নিপাত যাক’, ‘এক দুই তিন চার, খুনি হাসিনার বিচার চাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র-জনতা জেগেছে’, ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘আমার ভাই কবরে, পুলিশ কেন বাইরে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনে সংহতি জানিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী বলেন, ‘সরকারপ্রধানের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো মাথার খুলি উড়িয়ে দিয়েছে, কারো বুকে গুলি করেছে। এসব দায় স্বীকার করে প্রধানমন্ত্রীর বিবেকের তাড়না থেকে সরে যাওয়া উচিত।’
মহাসড়কে বিক্ষোভ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আহসান লাবিব বলেন, ‘এক দফা দাবিতে রাস্তায় নেমেছি। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। গণভবন জনগণের ভবন, স্বৈরাচারীর অবস্থান সেখানে হবে না। জনগণকে মুক্তি দিতে নতুন মুক্তিযুদ্ধ শুরু করেছি। জনগণকে রাস্তায় নামার অনুরোধ জানাচ্ছি।’
এম জি