সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত - সেপ্টেম্বর ২২, ২০১৬ ৪:৫৬ পিএম
নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল, সামছুর রহমান শিমুল বিশ্বাস।
২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপি জোটের ডাকা হরতাল চলাকালে রাজধানীর পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগ মামলাটি দায়ের করে পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.