প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, সজিব ওয়াজেদ জয় এই অ্যাওয়ার্ড পাওয়ায় রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দিত। আমরা আশা করি এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ আইসিটিতে আরো এগিয়ে যাবে।
আনন্দ মিছিলে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি মেহেদি হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস