শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
কস্তার স্থানে ব্রাজিল দলে টাইসন
প্রকাশিত - সেপ্টেম্বর ২২, ২০১৬ ৬:২৩ পিএম
ডগলাস কস্তার পরিবর্তে ব্রাজিল দলে যোগ দিয়েছেন টাইসন। দেশটির ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।
ইনজুরির কারনে সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে কস্তাকে বিশ্রাম দেয়া হয়েছে। সর্বশেষ বুন্দেসলিগা ম্যাচে বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার ডান থাইয়ে আঘাত পান। সে কারনেই অক্টোবরে বলিভিয়া ও ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে তাকে আর পাচ্ছে না সেলেসাওরা।
ব্রাজিলিয়ান কোচ তিতের প্রাথমিক দলে ছিলেন টাইসন। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের শেষ দিকে টাইসন মাঠেও নেমেছিলেন। তবে ইকুয়েডরের বিপক্ষে শাখতার দোনেতাস্কের এই খেলোয়াড়কে বদলী বেঞ্চে রাখা হয়। বায়ার্নের মেডিকেল বিভাগ এখন পর্যন্ত কস্তার ইনজুরি নিয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.