দেশের ব্যাংক খাতের সরকারি সর্বোচ্চ প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল করিমকে অবরুদ্ধ করে অতিরিক্ত দাবি আদায়ে বিক্ষোভ করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।
বুধবার (৭ আগস্ট) দুপুরে কর্মকর্তারা নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করেন।
বর্তমানে সোনালী ব্যাংকের কর্মকর্তারা বার্ষিক তিনটি বোনাস পান। আইন অনুযায়ী যত সুযোগ-সুবিধা দেওয়া যায় তা অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু এই সুযোগকে মেনে না নিয়ে তারা ৫টি বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন।
তাদের এই দাবিকে আইন বহির্ভূত জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশ্ন রেখে বলেন, ছাত্ররা কি দেশ স্বাধীন করেছে অবৈধভাবে দাবি আদায়ের জন্য। তিনি বলেন, বিধি অনুযায়ী অর্থ মন্ত্রণালয় তাদের সকল দাবি মেনে নিয়েছে এখন বিক্ষোভ কোনভাবেই কাম্য নয়।
শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে ব্যাংকগুলোতে অস্থিরতা শুরু হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তারা বিক্ষোভ করে ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনাইটেড প্রধানকে বের করে দেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে ২০১৭ সালের পর এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে কর্মকর্তারা। সবমিলিয়ে গত দুদিনে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে দেশের ব্যাংক খাতে।
এএ