ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানির ১ জানুয়ারি থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও ১৮ মাসের (জানুয়ারি, ২০১৫ থেকে জুন, ২০১৬) আর্থিক প্রতিবেদন সমন্বয় করা হবে।
একই সভায় কোম্পানির ৩২তম স্থগিত বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, ইবনে সিনা লিমিটেড ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/এসএস