যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বারলিংটনের একটি শপিং মলে গুলিতে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা বিবিসি ও সিএনএনের খবরে জানানো হয়, ওয়াশিংটনের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মার্ক ফ্রান্সিস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় জানান, পুলিশ বন্দুকধারীকে খুঁজছে। শপিং মলের দোকানে দোকানে তল্লাশি চলছে।
ফ্রান্সিস বারলিংটনের ওই মল এলাকায় চলাচল না করতে নাগরিকদের আহ্বান জানানো হয়। ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
মল থেকে মানুষকে বাসে করে নিকটবর্তী একটি চার্চে নেওয়া হতে পারে বলে ফ্রান্সিস জানান। সিয়াটল থেকে বারলিংটনের দূরত্ব ১০৫ কিলোমিটার।
সানবিডি/ঢাকা/এসএস