প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর এবার আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও কাশেফা হোসেন পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) বিকেলে তারা পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, এই দুই বিচারপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
এর আগে, প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে শনিবার সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এরপর দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের হাতে এসেছে। আমরা সেটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব।
বিএইচ