সিলেট সিটি কর্পোরেশনের (বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। সোমবার দুপুর ২টায় তাকে কারাগার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন মেয়র আরিফ। এ সময় জরুরি ভিত্তিতে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে মেয়র আরিফকে মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. শিশির বসাকের অধীনে চিকিৎসা দেয়া হয়।
তবে আরিফের অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় দায়ের দু`টি মামলায় মেয়র আরিফ কারাগারে বন্দি রয়েছেন। এর মধ্যে হত্যা মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু বিস্ফোরক মামলায় এখনও জামিন পাননি তিনি।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।
এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে। মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক।
পরে সম্পূরক অভিযোগপত্রে আরিফুল হককে আসামি করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।