মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
নিজেদের ৫০০তম টেস্টে জিতল ভারত
প্রকাশিত - সেপ্টেম্বর ২৬, ২০১৬ ৬:২৮ পিএম
নিজেদের টেস্ট ইতিহাসের ৫০০তম খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছাড়লো ভারতীয় ক্রিকেট দল। সোমবার কানপুরে ঐতিহাসিক টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ১৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এই টেস্ট স্মরণীয় করে রাখলেন ভারতীয় ক্রিকেটাররা।
এই জয়ে বড় ভূমিকা ছিল দুই স্পিনার রবীচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। কানপুরের স্পিন বান্ধব উইকেটে দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেটের মধ্যে ১৬টিই পেয়েছেন এই দুজন।
প্রথম ইনিংসে ভারতের ৩১৮ রানের জবাবে বৃষ্টি বিঘ্নিত প্রথম ইনিংসে দারুণ শুরুর পরও মাত্র ২৬২ রানে গুটিয়ে যায় কিউইরা। ৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আরও ৩৭৭ রান সংগ্রহ করে উইলিমাসদের সামনে ৪৩৪ রানের পাহাড় ছুঁড়ে দেয় ভারত। দুই ইনিংসেই অর্ধশত করেন চেতশ্বর পূজারা ও মুরালি বিজয়।
৪৩৪ রানের পাহাড়ের সামনে খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। উইকেটে থেকে ম্যাচ বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা চালালেও শেষ দিনের লাঞ্চ বিরতির পর ২৩৬ রানে গুটিয়া যায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন লুক রঙ্কি। এছাড়া স্ট্যানার করেন ৭১ রান। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অফ স্পিনার রবীচন্দ্র অশ্বিন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.