আজ ২৭ সেপ্টেম্বর থেকে পাষাণ’ ছবির শুটিং এ অংশ নেবেন লাক্সসুন্দরী বিদ্যা সিনহা মিম । সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ নামের ছবিতে কলকাতার অভিনেতা ওমের সঙ্গে দেখা যাবে তাকে। এটি তার দশ নম্বর ছবি। এ ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন মিম।
কলকাতার নায়কদের মধ্যে এর আগে সোহমের সঙ্গে ‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেন মিম। তার অভিনীত অন্য চলচ্চিত্রগুলো হলো ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘পদ্ম পাতার জল’, ‘সুইটহার্ট’ এবং মুক্তি প্রতীক্ষিত ‘আকাশে বাতাসে রটিয়ে দিলাম’ ও ‘আমি তোমার হতে চাই’।
সানবিডি/ঢাকা/এসএস