বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় অবহেলা এবং অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর বিরুদ্ধে। এর প্রেক্ষিতে রোববার (১৮ আগস্ট) এক সংক্রান্ত এক জরুরী নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
নির্দেশনায় বলা হয়, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঢাকাতে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় অবহেলা ও দেরি করা হচ্ছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় (অপারেশন থিয়েটারে সঠিক সময়ে আনা নেওয়া, অপারেশন করা ও আহতদের ক্ষতস্থানে ড্রেসিং করা ইত্যাদি ক্ষেত্রে) অনাকাঙ্ক্ষিত দেরি এবং সরকার আহতদের সমস্ত ব্যয় বহন করবেন মর্মে ঘোষণা দেওয়া সত্ত্বেও সরকারি নির্দেশ অমান্য করে চিকিৎসা সেবা প্রদানের (যেমন হাতে বা পায়ে রড লাগানো, রক্ত সরবরাহ, ক্ষতস্থানে ড্রেসিং ইত্যাদি) ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে আহতদের চিকিৎসা সেবার বিপরীতে টাকা গ্রহণ করা হচ্ছে। এসব কর্মকান্ড থেকে সংশ্লিষ্ট সকলকে আবশ্যিকভাবে বিরত থাকতে হবে।
এতে আরো বলা হয়, কোন ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলার কোনভাবেই হাসপাতালের ভিতরে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক ডাক্তারকে রোগী দেখার সময়সূচী যথাযথভাবে অনুসরণ করতে হবে।
এবং সাক্ষাতের সময়সূচী ব্যতীত কোন দর্শনার্থী হাসপাতালের ভিতরে এবং রোগীর কক্ষে প্রবেশ করতে পারবেন না।
এ আদেশ পরিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
এএ