আর কয়েকদিন বাদেই শুরু হতে যাচ্ছে বাঙালী হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবে নতুন মাত্রা যোগ করতে পূজার একটি বিশেষ গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি।
‘পুঁজো এলো’ শিরোনামের গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এর সুর করেছেন মিলন এবং সঙ্গীতপরিচালনা করেছেন রেজওয়ান শেখ ও এমএমপি রনি। গানটিতে ন্যান্সি ছাড়াও কোরাস লাইনগুলোতে শোনা যাবে মিলন, সাফায়েতের কণ্ঠ। গানটি প্রকাশিত হচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।
এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘ছোটবেলা থেকে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছি। গান যাদের কাছে শিখেছি তার বেশীরভাগ ওস্তাদই ছিলেন হিন্দু। যতটা আনন্দ আমি ঈদে করেছি ঠিক ততটা আনন্দই করেছি পূজাতেও। তাই হঠাৎ করে মনে হল, এতো গান করলাম তাহলে পূজা নিয়ে কেন গান করবো না!’ তিনি আরও বলেন, ‘গানটি আমি বিনা সম্মানীতে গেয়েছি। গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেও বিনা সম্মানীতেই গানটি করেছে। আমার ইচ্ছে আছে শুধু পূজা নয়, সামনে ঈদ সহ আরও বিশেষ দিন উপলক্ষে এমন কিছু গান করার।’
সানবিডি/ঢাকা/এসএস