দেশের বড় বড় শিল্পগ্রুপকে ঋণ দেয়া ও ঋণ পুনঃতফসিলে কোনো নিয়মই মানছে না রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলো। আর এ ক্ষেত্রে নিজেদের করা নিয়ম ভেঙে ব্যাংকগুলোর অনিয়মে সহযোগিতা করছে খোদ কেন্দ্রীয় ব্যাংক।
রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন ব্যাংক খাতের অনিয়ম-জালিয়াতির তথ্য প্রতিদিন বেরিয়ে আসছে, ঠিক তখনই জানা গেছে দেশের আরেক শিল্পগ্রুপ ওরিয়নকে নিয়ম ভেঙে ঋণ পুনঃতফসিলের সুবিধা দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব অগ্রণী ব্যাংক। এমনকি এ কাজে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর সহযোগিতা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায, ইউপাস এলসির বিপরীতে সৃষ্ট ফোর্স লোনে শতভাগ জামানত না থাকার পরও ঋঋণের পুনঃতফসিল করেছে রাষ্ট্রায়ত্ব এই ব্যাংক। অর্থাৎ ৫৪৭ কোটি টাকার জামানত ঘাটতি থাকার পরেও ওরিয়নের ঋণ পুনঃতফসিল করা হয়েছে। পাশাপাশি এই ঋণ পুনঃতফসিলে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর সহায়তা করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য বলছে, ওরিয়ন ফার্মার ইউপাস এলসিসহ যন্ত্রপাতি আমদানির জন্য মঞ্জুরিকৃত ঋণের পরিমাণ ছিলো ৯৬৩ কোটি টাকা। যার ব্যাংক গ্যারান্টি ও সুদসহ গত ডিসেম্বর পর্যন্ত দায় দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অগ্রণী ব্যাংকের এমওইউ শর্ত অনুযায়ী এসব ঋণে পুনঃতফসিল করতে হলে ঋণের বিপরীতে শতভাগ জামানত থাকতে হবে। কিন্তু জামানত ৫৪৭ কোটি টাকা কম থাকলেও ঋণটি পুনঃতফসিলের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে অগ্রণী ব্যাংক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলমের হস্তক্ষেপে ওই খঋণ ৬ বছর মেয়াদের পুনঃতফসিল করা হয়েছে অভিযোগ রয়েছে।
জানা যায়, ইউ-পাস এলসির মাধ্যমে কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানি করা হয়। এসব কাচামাল ও ভোগ্যপণ্য ভ্যালু এডেড পণ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে একজন আমদানিকারক পণ্যের আমদানি ব্যয় তুলে নেয়। এসব কাজে কমপক্ষে ১৮০ দিন পর্যন্ত সময় লাগে। এরপর একজন আমদানিকারক সরবরাহকারীর পাওনা পরিশোধে ব্যাংক পেমেন্ট নিশ্চিত করে। ওরিয়নের ক্ষেত্রে এই এলসির দায় পরিশোধে ১ বছর গ্রেস পিরিয়োডসহ মোট ৬ বছর সময় পাওয়ার কথা। কিন্তু দেশের ঋণ মান দ্রুত গতিতে কমে যাওয়া ও রাজনৈতিক অস্থিরতার কারণে আবুদাবি ইসলামী ব্যাংক একবছর পর আর ঋণ নবায়ন করেনি। আর এই একবছরে ওরিয়নের পক্ষ থেকে কোন দায়ও পরিশোধ করা হয়নি। এতে বাধ্য হয়েই অগ্রণী ব্যাংক ফোর্স লোন সৃষ্টি করে ব্যাংকটির দায় পরিশোধ করেছে।
তথ্য বলছে, ওরিয়ন ফার্মার ইউ-পাস এলসির আওতায় ঋণপত্রগুলোর বিপরীতে আবুধাবী ইসলামী ব্যাংকের অর্থায়নকৃত আমদানি বিল পরিশোধে ফোর্স লোন সৃষ্টি করা হয়েছে। অগ্রণী ব্যাংকের অনুমোদিত ঋণের ৯৬৩ কোটি টাকার মধ্যে যন্ত্রপাতি আমদানি জন্য পুনঃঅর্থায়ন সুবিধা ইউ-পাস এলসি সীমা ছিলো ৩০১ কোটি টাকার। এই ঋণপত্রগুলোর বিপরীতে আবুধাবী ইসলামী ব্যাংকের অর্থায়নকৃত আমদানি বিল পরিশোধের জন্য ফোর্স লোন সৃষ্টি করা হয়। ওই ঋণ খেলাপি হয়ে পড়লে অগ্রণী ব্যাংকের ৯৩৩ তম পর্ষদ সভায় প্রথম বার পুনঃতফসিলকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এক্ষেত্রে ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারা ৬ এর উপধারা (৭) এ প্রদত্ত নির্দেশনার ব্যত্যয় ঘটেছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনাপত্তির জন্য বিবেচ্যপত্রের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে। এই পুনঃতপসিলের ক্ষেত্রে গ্রাহককে ঋণের বিপরীতে অবশ্যই শতভাগ জামানত রাখার বিধান রয়েছে।
ঋণটি পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের এপ্রিল শেষে আলোচ্য ঋণটির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৯ কোটি টাকা। ব্যাংক গ্যারান্টি ইউ-পাস এলসিসহ অন্যান্য শর্ত অনুযায়ী, ঋণটিতে কমপক্ষে জামানত থাকার কথা ১ হাজার ৩৬৩ কোটি টাকার। কিন্তু এই ঋণে জামানত রয়েছে মাত্র ৮১৬ কোটি টাকার। অর্থাৎ ঋণটিতে জামানতের ঘাটতি ৫৪৭ কোটি টাকার।
শুধু তাই নয়, ওরিয়ন ফার্মার অনুকূলে ১৩২ কোটি টাকা ডিমান্ড (ফোর্সড) লোন অনুমোদনের ফলে একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করেছে। পরে ২০২৩ সালে ২৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অনাপত্তির জন্য অগ্রণী ব্যাংকের আবেদন করে। এরপর এক বছরের মধ্যে এই ঋণ একক গ্রাহক ঋণসীমার নিচে নামিয়ে আনার শর্তে অনুমোদন দেওয়া হয়। কিন্তু ০৫ মাস সময় অতিবাহিত হলেও গ্রাহকের ঋণের পরিমাণ নির্দেশনা অনুযায়ী কমেনি বরং আরো বেড়েছে। এমন পরিস্থিতিতে সমঝোতা স্মারকের কোন শর্ত কোন সুনির্দিষ্ট গ্রাহকের জন্য নির্ধারণ বা আরোপ করা হয়না বিধায় ওরিয়নের এমওইউর শর্ত থেকে অব্যাহতি যুক্তিসঙ্গত নয় বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ ধরণের নির্দেশনা দেওয়ার পর গ্রাহক ও ব্যাংক ডেপুটি গভর্নর খুরশিদ আলমের দারস্থ হন। পরে তিনি নিজ উদ্যোগে তৎকালীন গর্ভনর আবদুর রউফ তালুকদারের সঙ্গে কথা বলে এই গ্রাহককে এমওইউর শর্ত থেকে অব্যহতি দিয়েছেন। সেক্ষেত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওরিয়ন ফার্মা একটি ঔষধ উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান হওয়ায় জনস্বাস্থ্য বিবেচনায় তাদেরকে অব্যাহতি প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। কিন্তু, জামানত ঘাটতির পরিমাণ বেশি হওয়ায় তা পূরণের লক্ষ্যে দুইটি শর্ত জুড়ে দেওয়া হয়। শর্ত দুটি হচ্ছে, ২০২৫ সালে ৩১ মার্চের মধ্যে পর্যায়ক্রমে জামানত ঘাটতি পুরণ করতে হবে। এবং প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে ওই জামানত সংগ্রহের হালনাগাদ অগ্রগতি এ বিভাগকে অবহিত করতে হবে।
এ বিষয়ে জানতে ওরিয়ন গ্রুপের কোম্পান সেক্রেটারি ফেরদৌস জামানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি। পরে তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও জবাব দেননি।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদুল কবির বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও মুডিস রেটিং কমে যাওয়ায় আবুধাবি ইসলামী ব্যাংক গ্রাহকের এলসি দায় পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে। হঠাৎ করে দায় পরিশোধের চাপ তৈরি হওয়ায় ফোর্স লোন সৃষ্টি করতে হয়েছে। প্রকল্প চালু হলে ব্যাংকের দায় পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে গ্রাহক। আর প্রকল্প চালু হলে জামানতও পূরণ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
এম জি