গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বুধবার (২১ আগস্ট) এই অভিযোগ দায়ের করেন।
এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ৪টি তদন্তের আবেদন করা হয়েছে, যা একটি মামলার অধীনে তদন্ত করা হবে। এছাড়াও, এই আবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনানসহ ৭৭ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার (২০ আগস্ট) শেখ হাসিনা ও আরও ২৩ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আর আজ শেখ হাসিনাসহ তার সরকারের মন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতনদের বিরুদ্ধে রাজধানীতে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
এম জি