রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘ইচ্ছে’ স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্যাতনের চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত শিক্ষার্থীর নাম মোজাফফর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই শিক্ষার্থীকে মোজাফফর তার বাসায় ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে তাকে নির্যাতনের চেষ্টা করে। তখন সে ভয় পেয়ে জোরে চিৎকার করা শুরু করে। পরে ওই শিক্ষার্থী বাসায় এসে মাকে এসব ঘটনা বললে তার পরিবার ইচ্ছে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। পরে স্কুল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মতিহার থানায় বিষয়টি জানালে মতিহার থানা পুলিশ মোজাফফরকে আটক করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘ইচ্ছে’ স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানালে মোজাফফর নামের বিশ^বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করে আনা হয়েছে।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস