বন্ধুত্বের এক নিবিড় সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘প্রেমে অনেক জ্বালা’। নির্মাণ করছেন পরিচালক আব্দুল মান্নান। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং স্পটে মহরতের মধ্য দিয়ে আজ থেকে ছবিটির শুটিং শুরু হলো।
শোভা ও শান্তি। খুব ঘনিষ্ঠ দুই বান্ধবী। কিন্তু ঘটনাচক্রে তাদের দুজনেরই একটি ছেলের সঙ্গে প্রেম হয়ে যায়। তবে তাদের বন্ধুত্ব এতটাই গভীর যে এক বান্ধবীর জন্য নিজের ভালোবাসার মানুষকেও ত্যাগ করেন। এতে শোভা চরিত্রে অভিনয় করছেন অরিন ও শান্তি চরিত্রে অভিনয় করবেন নবাগতা নীল।
রাকিন টালিউডে ভোরের আলো, সিস্টেম, বিরাট চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে বাংলাদেশের দর্শকদের কাছে জি বাংলার 'রাশি' সিরিয়ালে দেব নামেই বেশি পরিচিত এ অভিনেতা।
চিত্র নায়িকা অরিন বললেন, 'প্রথম লটে দু'দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হবে। কারণ রাকিন এখন কলকাতায় বেশ কিছু কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসছে ২০ অক্টোবর ছবির শুটিংয়ে তিনি যোগ দেবেন। আগের ছবির বেশি ভাগই ছিল অ্যাকশন নির্ভর। পুরোপুরি সামাজিক রোমান্টিক ছবিতে কাজ করতে পেরে খুব ভালো লাগছে।'
এ সম্পর্কে পরিচালক আব্দুল মান্নান বলেন, ‘আজ থেকে ‘প্রেমে অনেক জ্বালা’ শুটিং শুরু করলাম। অনেকগুলো নতুন মুখ নিয়ে ছবিটি নির্মাণ করছি। আমার বিশ্বাস তারা ভালো করবে’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পি জি মোস্তফা।
শুরুতে ছবিটির পরিচালনার কথা ছিলো ভি সি দাশ শিবুর। পরবর্তীতে ছবিটির পরিচালক পাল্টে যায়। আব্দুল মান্নান পরিচালিত ছবিতে আরো অভিনয় করেছেন আশিক, অঞ্জলি, নীল, সাদেক বাচ্চু, রেবেকা।
সানবিডি/ঢাকা/এসএস