মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর (মুক্তারপুর সেতু) রেলিং ভেঙে মাইক্রোবাস ধলেশ্বরী নদীতে পড়ে তিনজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, মুক্তারপুর সেতুর পশ্চিম দিকের রেলিং ভেঙে মাইক্রোবাসটি ধলেশ্বরী নদীতে পড়ে গেছে।
এদিকে, সদরঘাট ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির বলেন, রাত ২টার দিকে প্রায় ৬০ ফুট পানির নিচে মাইক্রোবাসটির বাম্পার পাওয়া যায়। তবে মাইক্রোবাসটি পাওয়া যায়নি। প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ স্থগিত রাখা রয়েছে। শনিবার আবার উদ্ধার কাজ শুরু করা হবে।
সানবিডি/ঢাকা/এসএস