বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা
প্রকাশিত - অক্টোবর ১, ২০১৬ ১২:০৬ পিএম
[caption id="attachment_5376" align="alignright" width="518"]
ফাইল ছবি[/caption]
আফগানিস্তানে বিপক্ষে চলমান সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
সিরিজে প্রথম ওয়ানডেতে প্রত্যাশিত জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে হেরে বসে টাইগাররা। এতে করে বিগত ১৬ মাস ধরে দুর্দান্ত ক্রিকেট খেলতে থাকার বাংলাদেশকেই যেন মাটিতে নামায় আফগানরা।
তবে শেষ ম্যাচে কোনো ভুল করতে নারাজ মাশরাফি বাহিনী। জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চান আর দেশবাসীকে উপহার দিতে চান ওয়ানডেতে নিজেদের শততম জয়।
গত বিশ্বকাপের পর থেকেই বদলে যাওয়া বাংলাদেশ দল ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ ফলাফল করেছে।
সিরিজ বাঁচানোর ম্যাচে ঝুঁকি থাকছে বর্তমান র্যাংকিং অবনমনেরও। ওয়ানডে র্যাকিংয়ে ৯৮ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ হেরে ইতোমধ্যেই তিন পয়েন্ট হারিয়েছে। শেষ ম্যাচটি হেরে বসলে পয়েন্ট আরো কমে দাঁড়াবে ৯১-তে।
শুক্রবার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন,‘দ্বিতীয় ম্যাচে প্রথম দিকে ভাল খেলেও ১০৯ রান থেকে আমরা উইকেট হারাতে শুরু করি। ওইদিন আমরা আমাদের সেরা খেলাটি খেলতে পারিনি। এই ম্যাচে এটা অবশ্যই আমরা প্রত্যাশা করছি না। আমাদের ব্যাটসম্যানেরা যথেষ্ট পরিপক্ক এবং তৃতীয় ম্যাচে এমন কিছু হবে না বলে আশা করছি।’
একই রকম প্রত্যাশা সফরকারীরাদেরও। প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরে যাওয়া আফগানরা দাঁড়িয়ে আছে ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক মুহূর্তের সামনে।
জিম্বাবুয়ের পর দ্বিতীয়বারের মতো টেস্ট খেলুড়ে কোনো দলের বিরুদ্ধে সিরিজ জয়ের এ সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় তারা, এমনটাই জানান দিলেন আফগান টপর অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহেদি।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.