দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ভারতের অংশে বাঁধ খুলে দেয়ায় বন্যা হয়েছে বলে গণমাধ্যমে প্রচার করা হলেও-এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে যোগাযোগ চলছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফারুক বলেন, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাতে এ বিষয়টি নিয়ে কথা হবে এবং সেখানে এ বিষয়টি পরিষ্কার হবে৷
এদিকে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠত শুরু হয়েছে।
দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী জেলার মুহুরী, গোমতী, হালদা নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে। ৮ জেলায় মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন। মৃতের ২ জন (ফেনী-১ জন ও ব্রাহ্মণবাড়ীয়া ১ জন)।
বিএইচ