বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
অস্ত্রসহ আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রকাশিত - অক্টোবর ১, ২০১৬ ১২:৩০ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া গণঅভ্যর্থনার স্থান থেকে আটক করা যুবলীগ নেতা সেলিম খানকে শনিবার সকালে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশের কাছে দেয়া মুচলেকায় তিনি এই বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে পুলিশ দুই রাউন্ড গুলিভর্তি পিস্তলটি রেখে দিয়েছে।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, শুক্রবার বিকালে বালাকা ভবনের সামনে রাস্তা থেকে দুই রাউন্ড গুলি ভর্তি পিস্তলসহ সেলিম খানকে আটক করা হয়। তিনি ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এছাড়া দক্ষিণ খান থানা যুবলীগের এক নেতা।
ওসি আরো জানান, তার পিস্তলটি লাইসেন্সকৃত। তবে ভিআইপিদের যাতায়াতের সময় লাইসেন্সকৃত পিস্তল পূর্ব অনুমতি ছাড়া বহনের কোনো নিয়ম নেই্ একারণে তাকে আটক করা হয়। তাকে ছেড়ে দেয়ার পর পিস্তলটি সম্পর্কে যাচাই বাছাই করা হচ্ছে। পয়েন্ট ৩২ বোরের এই পিস্তলটি ব্যবহারের পূর্বে কোনো অনিয়ম ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটি ব্যবহারের অনিয়ম পাওয়া গেলে পিস্তলটির লাইসেন্স বাতিলের সুপারিশ করা হবে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.