সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। এরমধ্যে ২৬৪ জন ছাত্র চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
শনিবার (২৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট থেকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচ হাসপাতালগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য সিএমএইচে মোট ৫১০ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন।
এরমধ্যে ২৪৬ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন রয়েছেন এবং অবশিষ্ট ২৬৪ জন ছাত্র চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বিএইচ