প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক দুই ভ্যাট ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (০১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাজী রফিক ইসলাম ও কালিপদ দাশ।
দুদকের উপ পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০০৬ সালের ০৮ এপ্রিল অর্থ আত্মসাতের অভিযোগ রাজধানীর গুলশান থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।