পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৪-০৮-২৫ ১৪:১৭:০৪

পাকিস্তানে রাওয়ালপিন্ডির কাছে খাদে পড়েছে যাত্রীবাহী এক বাস। এতে অন্তত ২২ যাত্রী নিহত হয়েছেন। দেশটির পুলিশের কর্মকর্তারা রোববার (২৫ আগস্ট) জিও নিউজকে এই তথ্য জানিয়েছেন।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জন যাত্রী নিয়ে বাসটি হ্যাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে পানা ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। তবে বাসটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়ে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
কাহুতার স্টেশন হাউজ অফিসার মুহাম্মদ যাকা জিও নিউজকে বলেছেন, আজাদ পত্তন রোডের কাছে এই দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, প্রশাসনিক এবং উদ্ধার কর্মীরা অবস্থান করছেন। হতাহতদের বাস থেকে উদ্ধার করা হয়েছে এবং জেলা সদরদপ্তর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারাদারি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এ ছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক প্রকাশ করেছেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













