অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতার ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই বিচার করে ফেলার যে এক ধরনের প্রবণতা, সেখান থেকে বের হতে হবে।
রোববার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাও এতে ব্যাহত হবে।
ড. ইউনূস বলেন, আমরা (অন্তর্বর্তী সরকার) কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বান এ দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে এ দায়িত্ব পালন করবো।
তিনি আরও বলেন, জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশ-বিদেশের সবাইকে এ ফাউন্ডেশনে অনুদানের অনুরোধ জানাচ্ছি। আমি নিজে এ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি।
বিএইচ