আফগানদের উড়িয়েই শততম জয় পেল বাংলাদেশ
আপডেট: ২০১৬-১০-০২ ১০:৩৬:০৯

বোলারদের দারুণ বোলিংয়ে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে টানা ষষ্ঠ সিরিজ জিতেছে বাংলাদেশ। একই সাথে ওয়ানডেতে এটি বাংলাদেশের শততম জয়। আর সেই শততম জয় আসলো ১৪১ রানের এক বড় জয় হয়ে। আর সিরিজ ২-১ ব্যবধানে জিতল স্বাগতিকরা।
তামিম ইকবালের সেঞ্চুরিতে বাংলাদেশের করা ২৭৯ রানের জবাবে আফগানিস্তান ৩৩ ওভার পাঁচ বলে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৩৮ রান। আর বাংলাদেশ পায় এক বড় জয়। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেন রহমত শাহ ৭৩ বলে ৩৬ রান। এছাড়াও ৩৮ বলে ৩৩ রান করেন নওরোজ মঙ্গল। বাংলাদেশের হয়ে মোশারফ হোসেন তিন উইকেট এবং তাসকিন আহমেদ দুই উইকেট পান। এছাড়াও, মাশরাফি, শফিউল ইসলাম ও মোসাদ্দেক হোসেন একটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। যেখানে ইকবালের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রেহ পথ তৈরি করে বাংলাদেশ। যদিও শুরুতেই উইকেটে পেতে পারতো আফগানিস্তান। মোহাম্মদ নবীর বলে তামিমের একেবারে সহজ ক্যাচ মিস করেন আফগান অধিনায়ক আজগর স্ট্যানিকজাই। আর জীবন পেয়ে সেই তামিম আফগানদের কাছে হয়ে উঠলো ভয়ঙ্কর। ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি আদায় করলেন তিনি। সাজঘরে ফেরার আগে করেছেন ১১৮ বলে ১১৮ রান করে এই তামিম। এর আগে অবশ্য, দলীয় ২৩ রানে ১১ রান করে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য সরকার।
এরপর তামিমের সংঙ্গে দারুণ বোঝাপড়ায় দলকে নির্ভরযোগ্য একটি অবস্থানে নিয়ে যান সাব্বির রহমান। ব্যক্তিগত ৬৫ রান করে রহমত শাহের বলে নওরোজ মঙ্গলের হাতে ধরা পড়েন হার্ডহিটার এ ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ৭৯ বল মোকাবেলায় ৬ চার ও ৩ ছক্কায় এ ইনিংসটি সাজান সাব্বির।
প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হয়েছিলেন তামিম ইকবাল। সেই সঙ্গে ভক্তদেরও হতাশায় ডুবিয়েছেন তিনি। তবে আফগানদের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগার সমর্থকদের আর নিরাশ করেননি দেশসেরা এ ওপেনার । দারুণ নৈপুণ্যে নিজের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। ১১০ বল মোকাবেলায় ১০ চারের সাহায্যে শতক পূরণ করেন তিনি। সেঞ্চুরির পূরণের পর অনেকটাই মারমুখী হয়ে উঠেন তামিম। এর পর ফিরে যান ১১৮ রান করে।
এরপর ক্রিজে এসে ততোটা সুবিধা করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের গুরুত্বপূর্ণ সময়ে রান করার চেয়ে বেশি বল খরচ করেছেন তিনি। ৩৫ বল মোকাবেলা করে ১৭ রান করে আউট হন সাকিব। ১২ রান করে আউট হন মুশফিকুর রহিম আর চার রানে মোসাদ্দেক হোসেন। দলীয় ২৪৮ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বল খেলে ক্যাচ আউটের শিকার হয়ে ৪ রানে ফিরে যার মোশাররফ হোসেন। দুই রান করেন মাশরাফি। ৩২ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ আর শফিউল ইসলাম অপরাজিত দুই রানে। আফগানিস্তানের রশিদ, নবি ও আশরাফ দুটি করে উইকেট নেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












