মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে স্পিনিং মিলে আগুন
প্রকাশিত - অক্টোবর ২, ২০১৬ ১০:২৯ এএম
[caption id="attachment_19846" align="alignright" width="400"] ফাইল ছবি[/caption]
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি স্পিনিং কারখানায় আগুন লেগেছে।
আজ রবিবার ভোরে কারখানার রিসাইক্লিনিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস কর্মী ও শ্রমিকরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে কারখানার একতলা টিন সেট ভবনের তুলা রিসাইক্লিনিং সেকশন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ফিনিশিং এবং সুতার গুদামে ছড়িয়ে পড়ে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.