অরা বিউটি লাউঞ্জে ব্রাইডাল প্যাকেজ

প্রকাশ: ২০১৫-১০-২৩ ১৬:৫৬:৫৫


Aura-Beauty-lounge-bridalনগরীর বেইলী রোডে অবস্থিত অরা বিউটি লাউঞ্জ এক্সক্লুসিভ ব্রাইডাল প্যাকেজের সঙ্গে পার্টি মেকআপ ফ্রি দিচ্ছে। বিয়ের এই মৌসুমে পার্লারটি তাদের গ্রাহকদের জন্য আরো নিয়ে এসেছে বিয়ের এনগেজমেন্ট, আকদ, হলুদসহ বিভিন্ন প্যাকেজ সেবা।

অরা বিউটি লাউঞ্জের সত্ত্বাধিকারী ও বিউটি এক্সপার্ট নিশাত আদনান তারিক জানান, ‘আমরা সবসময়ই সময় উপযোগী সব সেবা নিয়ে সৌন্দর্য সচেতন নারীদের সামনে উপস্থিত হই। সেই ধারাবাহিকতায় বিয়ের এই মৌসুমে এক্সক্লুসিভ সব সাজ নিয়ে আমরা হাজির হয়েছি গ্রাহকদের সামনে। বিয়ের বিভিন্ন ধাপে কখন কোন সাজটা হবে আমরা সেটা আলাদভাবে করারও ব্যবস্থা রয়েছে।’ ব্রাইডাল মেকআপ ছাড়াও অরাতে রয়েছে হেয়ার রিবন্ডিং, ব্রাইডাল মেহেদী, ব্রাইডাল ফেসিয়াল, গ্লো এন্ড শাইনিং ফেসিয়াল, পার্টি মেকআপ, ফেসিয়াল, মেনিকিওর-পেডিকিওর, হেয়ার কাটিং এন্ড স্টাইল, হেয়ার কালারিং, ফুট মাসাজ সহ রূপচর্চার আরো নানান সেবা।

যোগাযোগ: গোল্ড প্যালেস (২য় তলা), ৩, নিউ বেইলী রোড, ঢাকা। ফোন: ৯৩৩৩২৬৬, ০১৭৯৯-২৫৫৫৫৫।

সানবিডি/ঢাকা/এসএস