আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ এইচ এম হাবিবুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়াকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অবসরপূর্ব ছুটি ভোগরত ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়াকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ করা হয়।
বিএইচ