মুশতাক হাসান মুহঃ ইফতিখার সম্প্রতি বিসিকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন । তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব।
ইফতিখার জয়পুরহাট জেলার সদর উপজেলায় ১৯৬০ সালে জন্ম গ্রহণ করেন । তিনি ১৯৮২ সালের বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিয়মিত ব্যাচের একজন কর্মকর্তা । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল এল, বি (সন্মান), এল এল, এম ও যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন ।
বিসিকে যোগদানের পূর্বে তিনি এনজিও বিষয়ক ব্যুরোর মহা-পরিচালক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন । এছাড়াও তিনি মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন । মুশতাক হাসান ২ পুত্র সন্তানের জনক ।
সানবিডি/ঢাকা/এসএস