সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
যৌতুক না পেয়ে নির্যাতন করায় মামলার মুখে নওয়াজউদ্দিন
প্রকাশিত - অক্টোবর ২, ২০১৬ ৩:৩০ পিএম
যৌতুক না পেয়ে নির্যাতন করায় মামলা হয়েছে এ সময়ের জনপ্রিয় বলিউড তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। না, এই মামলা নওয়াজউদ্দিনের বউ করেননি; করেছেন ভাইয়ের বউ।
নওয়াজের ভাই মিনাজুদ্দিনের স্ত্রী আফরিনের অভিযোগ, তার স্বামী, ভাসুর নওয়াজ ও তাদের অন্য ভাই-বোনরা যৌতুকের দাবিতে তার ওপর অত্যাচার চালাচ্ছেন। এ নিয়ে ভারতের উত্তরপ্রদেশের মুজাফফর নগরের বুধানা নগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন তিনি।
নওয়াজ, মিনাজ, তাদের দুই ভাই ফইজুদ্দিন, মাঝুদ্দিন ও তাদের বোন সাইমার বিরুদ্ধে পুলিশে নালিশ করেছেন আফরিন।
আফরিন জানিয়েছেন, ৩১ মে মিনাজের সঙ্গে বিয়ে হয় তার। তখন থেকেই শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে নির্যাতন করছেন তাকে। তবে পুলিশ এখনও এ ব্যাপারে কোনো অভিযোগ নেয়নি।
বুধানা পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টির তদন্ত করছেন তারা। প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে মামলা দায়ের হবে। টুইটারে নওয়াজ অবশ্য দাবি করেছেন, সিসিটিভিতে সব কিছু রেকর্ড আছে। পুলিশ তদন্ত করছে, চিন্তার কারণ নেই।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.