ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (২৮ আগস্ট) এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
দপ্তর আদেশে প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান উল্লেখ করেন, মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা (যুগ্মসচিব) তার পরিচিত নং-১৫৩৬৫। তিনি বর্তমানে প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে নিজ দায়িত্বসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
জানা গেছে, এই বিষয়ক একটি চিঠি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মাকর্তা (সকল), সিস্টেম অ্যানালিস্ট, সাধারণ প্রশাসন শাখাসহ অন্যান্য বিভাগে পাঠানো হয়েছে।
এম জি