শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে বিএনপির প্রত্যাশা
প্রকাশিত - অক্টোবর ২, ২০১৬ ৫:৫৬ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা দিবেন বলে প্রত্যাশা বিএনপির। রবিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই প্রত্যাশার কথা জানান।
শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য তার দল ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হবে এবং তিনি তার উদ্যোগ নেবে ও এই ঘোষণাটা তিনি দেবেন এটা আমরা প্রত্যাশা করি।
তিনি বলেছেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসনের লেশমাত্র নেই। দলের নেতাকর্মীদেরকে তথাকথিত বন্দুকযুদ্ধের নামে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে হত্যা তারই প্রমাণ বহন করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী দেশে বিদেশে অনেক জায়গায় অনেক সমর্থন পেয়েছে বলে দাবি করেন। এই কথাগুলো যদি সত্য হয় তাহলে তারা জনগণের মাঝে একটি ভীত রচনা করতে পেরেছে বলে ধরে নেয়া যায়। তাহলে সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করতে সমস্যা কোথায়? নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণের ব্যবস্থা তো আগে ছিল। এই ব্যবস্থার জন্য বিএনপির মতো আওয়ামী লীগও একসময় আন্দোলন সংগ্রাম করেছে। সে জন্য একটার্ম কেনো জনগণ চাইলে তারা একাধিকবার ক্ষমতায় থাকতেই পারে। কিন্তু তারা যে ব্যবস্থা ও ভঙ্গিতে তারা ক্ষমতায় আছে তা যথাযথ নয় বলে জনগণ মনে করে। বিএনপিও মনে করে এই পথটা ঠিক না।
এক প্রশ্নের উত্তরে দুদু বলেন, গণতন্ত্র মানেই আলোচনা, সমঝোতা ও আপোস। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই এই কথাগুলো বলছি। আমরা আলোচনার আহ্বান জানিয়ে যাবো, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আলোচনায় সাড়া না দেয়। যাতে ক্ষমতাসীনদেরকে দিয়ে নিরপক্ষে নির্বাচনের পরিবেশ তৈরির ব্যবস্থাটা করানো যায় সে ব্যাপারে জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাবো।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী আসাদুজ্জামান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশফাকুর রহমান, মুনির হোসেন, আমিনুল ইসলাম যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.