নিজেদের আওতাধীন এলাকায় বসবাসরত নাগরিকদের তাদের প্রত্যাশিত সেবা দ্রুততার সাথে প্রদানের জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই লক্ষ্যে বেশ কয়জন কর্মকর্তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৯ কর্মকর্তা-কর্মচারীকে ফাস্ট ট্র্যাক সার্ভিসের দায়িত্ব প্রদান করেছেন।
অফিস আদেশে পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন উল্লেখ করেছেন, রাজউকের প্রধান কার্যালয়ের নীচ তলায় স্থাপিত ফাস্ট ট্র্যাক সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা পরিচালকের (প্রশাসন) তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
ফাস্ট ট্র্যাক সার্ভিসের দায়িত্ব পাওয়া ৯ জন কর্মকর্তা-কর্মচারীরা মধ্যে রয়েছেন— রাজউকের সহকারী পরিচালক আল আমীন, ইমারত পরিদর্শক মলয় চন্দ্র রায়, নথিরক্ষণ কর্মকর্তা মাহফুজা হক মিশু, উচ্চমান সহকারী আব্দুল জলিল, ডাটা এন্ট্রি অপারেটর নজরুল ইসলাম, কম্পিউটার অপারেটর শহিদুল আলম, ইসমাইল মিয়া, ওয়ার্ক এসিসটেন্ট খলিলুর রহমান এবং সার্ভেমেট (জরিপ সাথী) দেবাশীস কুমার সাহা।
এএ