রাজধানীতে বিভিন্ন ঘটনায় ৪ জনের মৃত্যু
প্রকাশ: ২০১৬-১০-০৩ ১০:৩৩:৪৪

রাজধানীতে রবিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনা ও গলায় ফাঁস দেয়ার ঘটনায় চার জনের মৃত্যু। এর মধ্যে বাড্ডা লিংক রোডে হিমাচল বাসের ধাক্কায় হাফিজুর রহমান (৭৫), যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় (৩০), মোহাম্মদপুরে গলায় ফাস দিয়ে লিপি আক্তার (৩০) নামে এক নারী ও কাফরুলে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোবারক হোসেন নামে এক কয়েদী মারা গেছেন। তার কয়েদি নম্বর ১৮৭৪/এ।জানা গেছে, বাড্ডার লিংক রোডে গতকাল রাত সাড়ে ৮টার দিকে হাফিজুর রহমান হিমাচল বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তার ছেলে নাছির তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। হাফিজুর রহমান মধ্য বাড্ডার ট-১৩০ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
এদিকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর কুতুব খালী এলাকায় ফ্ল্যাইওভারে নিচে একটি ট্রাকের চাপায় অজ্ঞাত নারী ঘটনাস্থলে মারা যান। এসময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাক চালক পলাতক।
পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে কালো রংয়ের বোরকা রয়েছে। অপর দিকে গতকাল সন্ধ্যায় কাফরুল এলাকার ২৫৮ নম্বর পূর্ব কাজীপাড়া বাসায় সাখাওয়াত নামে একযুবক ঘরের ভেতর ছিটকানী লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাসার দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করেছে। অপর দিকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরে মোহাম্মাদীয় হাউজিং এলাকার একটি বাসা থেকে লিপি আক্তারের লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের দাবি তিনি আত্নহত্যা করেছেন বলে পুলিশ জানায়।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












