পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানির পর্ষদ সভা আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো- আর্গন ডেনিমস ও ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আর্গন ডেনিমসের পর্ষদ সভা। সভায় কোম্পানির ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা। উল্লেখ, আর্গন ডেনিমস ২০১৪ সালে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
অন্যদিকে ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। সভায় কোম্পানির ১৮ মাসের অর্থাৎ জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য প্রথমবারের মতো লভ্যাংশ ঘোষণা। উল্লেখ্য, ইভিন্স টেক্সটাইল ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সানবিডি/ঢাকা/এসএস