সিরিয়ায় বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, বরসহ নিহত ২২
প্রকাশ: ২০১৬-১০-০৪ ১২:১৪:১৬

সিরিয়ার হাসাকা শহরের তাল তাওইল গ্রামে স্থানীয় সময় সোমবার একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় বরসহ অন্তত ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই বেশ কিছু টুইটার বার্তায় হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এতে ঘটনাস্থলেই বিয়ের বরসহ ২২ জন নিহত হন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













