দর পতনের শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০৯-০২ ১৬:০৫:০৪


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ২৯৬ বারে ৫ লাখ ৬২ হাজার ৭৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ২৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে ইয়াকিন পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৬৮ বারে ৮ লাখ ৫৭ হাজার ৭০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ২৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৪৮ বারে ২৬ লাখ ৪২ হাজার ৫৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- খুলনা পাওয়ারের ৯.২৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.০৪ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৮.৭১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৬২ শতাংশ, ফরচুন সুজের ৮.২৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৮.০৩ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৭.৭০ শতাংশ দর কমেছে।

 

এসকেএস