সিডিএ চেয়ারম্যান ইউনুছের নিয়োগ বাতিল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০২ ১৭:২২:২৩

ক্ষমতার পালাবদলে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের রদবদলের ধারাবাহিকতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছের নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, সিডিএর চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. নুরুল করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমানে অবসরে থাকা নুরুল করিম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।
সিডিএর চেয়ারম্যান পদে ইউনূছকে নিয়োগ দেওয়া হয়েছিল চার মাস আগে।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










