মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
দেশকে এগিয়ে নেয়ার এখনই সবচেয়ে উপযুক্ত সময়: উপাচার্য কামরুল
প্রকাশিত - অক্টোবর ৪, ২০১৬ ৬:২৬ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ বর্তমানে এক বিস্ময়কর দেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার এখনই সবচেয়ে উপযুক্ত ও সুন্দর সময়। আর এ সুন্দর সময়কে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এ বিশ্ববিদ্যালয়কে চিকিত্সাসেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুন্দর সম্পর্ক নিশ্চিত করা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচীর মাধ্যমে এগিয়ে নেয়ার এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডা. মিল্টন হলে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সহযোগী অধ্যাপকদের জন্য ‘প্রশাসন ও ব্যবস্থাপনার’ উপর প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং সেবার মান বৃদ্ধি পেয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের নার্সবৃন্দ রোগীদেরকে নিজ হাতে ওষুধ খাওয়াচ্ছেন। উপাচার্য বলেন, চিকিত্সকরা দেশের গৌরবোজ্জ্বল সম্পদ। তাই তাঁদের পেশাগত মর্যাদা ও আত্ম মর্যাদা উপলব্ধি করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরণের অবহেলা করা যাবে না। রোগীদের সেবা করার সুয়োগ পাওয়াটা সৌভাগ্যের বিষয়। এটা মনে রেখেই রোগীদেরকে সেবা দিতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ হাসিমুখে কথা বলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজ নিজ দায়িত্বটা সুন্দরভাবে পালন করা সম্ভব।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.