শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
ভারতের সেনাবাহিনীকে হেয় করবেন না: কেজরিওয়ালকে বিজেপি
প্রকাশিত - অক্টোবর ৪, ২০১৬ ৬:৪৪ পিএম

ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের প্রমাণ চাওয়ায় আদমি পার্টির প্রধান অরবিন্দ কজরিওয়ালের সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির অভিযোগ, পাকিস্তান শাসিত কাশ্মিরের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেজরিওয়াল।
গত সপ্তাহে ভারতের সেনাবাহিনী দাবি করে, নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তান শাসিত কাশ্মিরের বেশ কিছু জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল স্ট্রাইক' চালিয়েছে তারা। নয়াদিল্লির দাবি, এতে বহু জঙ্গি নিহত হয়েছে। ধ্বংস করে দেয়া হয়েছে বহু জঙ্গি ঘাঁটি। সম্পূর্ণ অভিযানের ভিডিও প্রমাণ সময়মত প্রকাশ করা হবে বলে জানিয়েছিল তারা।
তবে পাকিস্তান এধরনের হামলার কথা অস্বীকার করেছে। ইসলামাবাদ বলছে, অনুপ্রবেশকারী একজন ভারতীয় সেনা সদস্যকে আটক করেছে পাক সেনারা। ভারতের দাবি অসার প্রমাণ করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় গণমাধ্যম কর্মীদেরও নিয়ে গিয়েছিল তারা।
ভারতের সেনা অভিযানের সফলতা নিয়ে যেন সন্দেহ তৈরি না হয় সে কারণে এ সংক্রান্ত তথ্য প্রমাণ প্রকাশ করতে মোদীর প্রতি আহ্বান জানান আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর এরকম মন্তব্যেরই সমালোচনা করছে বিজেপি। সূত্র: হিন্দুস্তান টাইমস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.