অগ্রণী ব্যাংকের নতুন চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-০৩ ১৬:৫৫:২৭

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অগ্রণী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ-কে তাঁর যোগদানের তারিখ হতে ৩ বছর মেয়াদে নিয়োগ প্রদানের নিমিত্ত ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক-এর অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
এর আগে গত ২৫ আগস্ট অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন জায়েদ বখত। দফায় দফায় নিয়োগ পেয়ে তিনি প্রায় ১০ বছর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













