

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি ব্যাংকটিতে পাঁচজন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানায়।
ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে পর্ষদ ভেঙে নতুন করে গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নিয়োগ পাওয়া ৩ জন স্বতন্ত্র পরিচালক হলেন: বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আতাউর রহামান, মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মিয়া এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শেখ আশ্বাফুজ্জামান। এ ছাড়া ২ জন পরিচালক হলেন: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব কামরুল হক মারুফ এবং জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা।
এএ