লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

প্রকাশ: ২০১৫-১০-২৩ ১৮:১১:১৫


lafarge-surma-cementসমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ ১৬০টি শেয়ার ১২৩ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে এই কোম্পানির ৭২ লাখ ৯৭ হাজার ১০৬টি শেয়ার ৫২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের তৃতীয় স্থানে কেডিএস অ্যাক্সেসোরিজ লিমিটেড। সপ্তাহজুড়ে ৬৪ লাখ ৮২ হাজার ৭৩২টি শেয়ার ৪৭ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার টাকায় লেনদেন করেছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, এমারেল অয়েল ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, আমান ফিড, সাইফ পাওয়ারটেক ও ইফাদ অটোস লিমিটেড।